Loading...
Loading...

রেহমান সোবহান

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ঢাকা, বাংলাদেশ।

রেহমান সোবহান একজন বিশিষ্ট বাঙালি অর্থনীতিক, এবং স্বাধীনতা সংগ্রামী যিনি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তার পড়াশোনা সেন্ট পল’স স্কুল, দার্জিলিং; এইচেসন কলেজ, লাহোর; এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। সোবহান সেইসব অর্থনীতিকদের একজন যাদের ভাবনা শেখ মুজিবুর রহমানের ছয় দফা কর্মসূচিকে প্রভাবিত করে, যে কর্মসূচি বাংলাদেশের স্বায়ত্ত্বশাসন সংগ্রামের ভিত্তি হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক তিনি বিভিন্ন উন্নয়ন বিষয়ক বহু বই ও প্রবন্ধের রচয়িতা। সাম্প্রতিকতম বই “চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অফ পোভার্টি: এজেন্ডাস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া” ২০১০ সালে সেজ প্রকাশনী প্রকাশ করে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় অর্থনৈতিক বিষয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত দূত হিসেবে তিনি প্রথম বাংলাদেশ সরকারের কার্যনির্বাহ করেন। তিনি প্রথম বাংলাদেশ প্ল্যানিং কমিশন-এর সদস্য হন, এবং ১৯৮০-র দশকে বাংলাদেশের প্রধান উন্নয়ন গবেষণা সংস্থা বাংলাদেশ ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর নেতৃত্ব দেন। ১৯৯০-৯১ সময়কালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ চিন্তক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রতিষ্ঠা করেন এবং তার চেয়ারম্যান হন। ২০০০ থেকে ২০০৫ সালে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত অগ্রণী চিন্তক গবেষণা সংগঠন সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজ (সাসেপস)-এর প্রধান পদেও ছিলেন সোবহান।